সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যানের চেয়ার পেলেন মইনুদ্দিন মন্ডল
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে জিপগাড়ী প্রতিকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মঈনুদ্দিন মন্ডল ৩০৭ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তালগাছ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ পেয়েছেন ২৪৯ ভোট। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান কন্ট্রোল রুম থেকে এ ঘোষণা দেন।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলে। এদিকে ভোট নির্বিঘ্নে এবং নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়ন করা হয়। এছাড়াও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল ভ্রাম্যমান আদালত। নেয়া হয় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জে মোট ভোটার ছিল ৬৫৮ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৪৬ জন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)