বর্ষাকালে চরম দূর্ভোগে সন্তোষপুর কামাত কমিউনিটি ক্লিনিকের সেবা
শাহাদাত হোসেন: বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিকটি ২ নং বাংগাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কামাত গ্রামে অবস্থিত। বাংগাবাড়ী ইউনিয়নে মোট ৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিক একটি। অন্য সকল কমিউনিটি ক্লিনিকের যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও, বর্ষাকালে বেহাল অবস্থা হয়ে যায় বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিকটি।
ক্লিনিকে যাওয়ার প্রধান রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে যায়। একটি ডোবার উপর ক্লিনিক টি অবস্থিত । বর্ষাকালে বর্ষার পানিতে ডুবে গিয়ে থৈ-থৈ করে ক্লিনিকের আশপাশ। প্রায় ছয়( ৬০০০) হাজার জনগোষ্ঠি সংবলিত গ্রাম কামাত ও এর আশপাশ থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী আসে উক্ত ক্লিনিকে সেবা নিতে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তীতে পড়ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধী ০১ নং ওয়ার্ড সদস্য ও অত্র ক্লিনিক সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলাম এর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি সর্বাত্মক সহযোগীতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো”।
অত্র ক্লিনিকের( সি.এইচ.সি.পি) রুহুল আমিন খান জানান “গত কয়েকদিন যাবত বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য ক্লিনিকে সেবা দিতে অসুবিধা হচ্ছে।”