সর্বশেষ খবর

“রাস্তার বেহাল দশা” রাস্তার মাঝে বিশাল গর্ত যেন এক মৃত্যু কুপ


শাহাদাত হোসেন: শিশাটোলা ও অজগরা গ্রামের সীমানা বরাবর যে রাস্তাটি সেটি যেন এক মৃত্যুকুপ।  শিশাটোলা থেকে বাংগাবাড়ী সংযোগকারী প্রধান  রাস্তাটি বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর যাবত কোন সংস্কার তো নেই তার উপর বর্ষোকালে বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তার একাংশে বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত রাস্তাটি দিয়ে কোন গাড়ি-ঘোড়া চলাচল করতে পারে না।


অত্র রাস্তাটির কারনে চলতি বছর ঘরে ধান তুলতে কৃষকের অনেক ভোগান্তী পেহাতে হয়েছে। মহিষের গাড়ি রাস্তাটি দিয়ে পার হতে পারেনি।  এমন কি অন্ধকার রাত্রীতে অপরিচিত লোকজন যখন রাস্তাটি পার হয় হেঁটে বা যানবহন নিয়ে তখন তারা দূর্ঘটনার  শিকার হয় । না জানা হেতু অনেকে সেখানে মূখ থুবরে পড়ে। ১০  ফিট প্রসস্থ  রাস্তাটি এখন  ভাঙতে ভাঙতে ১৫ ফিট প্রসস্থ হয়ে গিয়েছে। তাই  অন্যের বসত ভিটার উপর দিয়ে জনসাধারণকে রাস্তা চলতে হয় তাও আবার খুব সংকীর্ণ ।

মানব সভ্যতার ইতিহাস বলে, মানব সম্প্রদায়ের পদচারণাই নতুন নতুন পথের জন্ম দিয়েছে । আগে থেকেই কোন পথ সৃষ্ট থাকেনি । বরং 'সৃষ্টিশীল মানুষ তার জীবনের গতি অক্ষুণ্ণ রাখতে নতুন নতুন পথের জন্ম দিয়েছে । ফলে পথ সৃষ্টি হয়েছে পথিকের মাধ্যমে । মানুষ প্রয়োজনে - অপ্রয়োজনে পদচিহ্ন রাখতে রাখতে এক সময়ে পথের সৃষ্টি হয়। পথ তৈরির জন্য পথের 'কোন' ভূমিকা থাকে' না, মানুষেরই 'ভূমিকা থাকে । কেননা পথ তৈরিতে ষোল আনা ▪ কৃতিত্ব মানুষেরই, পথের নয় ।


এমতাবস্থায় এলাকাবাসির চাওয়া অত্র রাস্তাটি তে যদি  ২ কাঁকড়া ভাঙা ইট ফেলা হয় তবেই রাস্তাটি চলাচল উপযোগী হবে। তাই স্থানীয় সমাজসেবী ও স্ব-হৃদয়বান ব্যাক্তিদের  কাছে গ্রামবাসীর আকূল চাওয়া  উক্ত রাস্তাটি যেন খুব তাড়াতাড়ি সংস্কার করে চলাচল উপযোগী করা হয়।

বর্ষাকালে চরম দূর্ভোগে সন্তোষপুর কামাত কমিউনিটি ক্লিনিকের সেবা

Bangabari Community Clinic

শাহাদাত হোসেন: বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিকটি ২ নং বাংগাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কামাত গ্রামে অবস্থিত। বাংগাবাড়ী ইউনিয়নে মোট ৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিক একটি। অন্য সকল কমিউনিটি ক্লিনিকের যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও, বর্ষাকালে বেহাল অবস্থা হয়ে যায় বঙ্গবন্ধু সন্তোষপুর (কামাত) কমিউনিটি ক্লিনিকটি।

ক্লিনিকে যাওয়ার প্রধান রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে যায়। একটি ডোবার উপর ক্লিনিক টি অবস্থিত । বর্ষাকালে বর্ষার পানিতে ডুবে গিয়ে থৈ-থৈ করে ক্লিনিকের আশপাশ। প্রায় ছয়( ৬০০০) হাজার জনগোষ্ঠি সংবলিত গ্রাম কামাত ও এর আশপাশ থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী আসে উক্ত ক্লিনিকে সেবা নিতে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তীতে পড়ছে।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধী ০১ নং ওয়ার্ড সদস্য ও অত্র ক্লিনিক সভাপতি  জনাব মোঃ আশরাফুল ইসলাম এর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি সর্বাত্মক সহযোগীতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো”

অত্র ক্লিনিকের( সি.এইচ.সি.পি) রুহুল আমিন খান জানান “গত কয়েকদিন যাবত বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য ক্লিনিকে সেবা দিতে অসুবিধা হচ্ছে।

বাংগাবাড়ী ইউএস স্কুল ও কলেজের এসএসসি পাশের হার ৯৮.৬%

বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজ
শাহাদাত হোসেন: বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন বাংগাবাড়ী ইউনিয়নের অন্যতম একটি শিক্ষা  প্রতিষ্ঠান । অত্র প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের ন্যায় এ বছর ২০২০ সালে মোট ১০৩ জন এসএসসি পরীক্ষার্থী কাঙ্খিত সাফল্যের আশায় পরিক্ষায় অংশগ্রহণ করেছিল।

১০৩ জন পরিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করেছিল ৫১ জন  এবং বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন। যার মধ্যে মানবিক বিভাগ থেকে কৃতকার্য হয়েছে ৪৯ জন এবং অকৃতকার্য হয়েছে ০২ জন। এবং বিজ্ঞান বিভাগ থেকে কৃতকার্য হয়েছে ৫২ জন অকৃতকার্য হয়েছে ০০ জন মোট পাশের হার ৯৮.৬%। জিপিএ ৫ পেয়েছে মোট ১৬ জন এর মধ্যে মানবিক বিভাগ থেকে ০১ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ১৫ জন।

অর্জিত ফলাফলের উপর অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতির মতামত জানতে চাওয়া হলে  অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল জানান “আমি ব্যক্তিগতভাবে উক্ত ফলাফল পেয়ে মোটামুটি সন্তুষ্ট কিন্ত ১০০% ফলাফল হলে ভালো হতো।” পক্ষান্তরে সভাপতি (সাবেক অধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান)  মোঃ বদিউজ্জামান (দুলু) মতামত ব্যক্ত করেন যে,“উক্ত ফলাফলে আমিও সন্তুষ্ট তবে  দুই অকৃতকার্য না হলে ১০০% ফলাফল পেতাম।”