সর্বশেষ খবর

নদী ভাঙনে ব্রজনাথপুর গ্রাম গৃহহারা অনেকেই

মোঃ শাহাদাত হোসেনঃ 2 নং বাঙ্গাবাড়ী ইউনিয়নের দক্ষিন দিক দিয়ে প্রবাহিত মহানন্দা নদীতে প্রায় প্রতি বছরই  বর্ষা মৌসুমে ভাঙন হয়ে থাকে । তাই এ বছরও এর ব্যতিক্রম নয়।  ভাঙনের ফলে ব্রজনাথপুর গ্রামের রিফিউজি পাড়া  প্রাই বিলুপ্তির পথে। অনেক ঘড়-বাড়ি, বসত ভিটা সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই  বসত ভিটা হারিয়ে সহায় সম্মলহীন ভাবে অন্যত্রে গিয়ে আশ্রয় নিয়েছেন।



নদী ভাঙন একাংশে পাথরের ব্লক দিয়ে বাধা থাকলেও বাঁকি অংশে কোন ব্লক না থাকায় ভেঙেই চলেছে অনবরত। এ বছরে ভাঙনের ফলে বিলীন হয়েছে বসতবাড়ী,ফলজ ও বনজ বৃক্ষ, পাকা রাস্তা। বন্য মৌসুমে জনপ্রতিনিধীরা অত্র এলাকা পরিদর্শন করে গেলেও মিলেনি আশানুরূপ ফল।

গ্রামবাসীর চাওয়া উদ্ধর্তন কর্তৃপক্ষ যদি সু-দৃষ্টি দেন তাহলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে গ্রামটি, না হলে বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গিয়ে পথে বসতে হবে অনেককেই।














পানির নিচে বাঙ্গাবাড়ী, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট: রাস্তায় বের হলেই এখানে ওখানে উপচে পড়া পানি এবং হাঁটু পানির নিচে রাস্তা বাঙ্গাবাড়ী ইউনিয়নের এখন সাধারন একটা দৃশ্য। কারো কারো বাড়ি থেকে বের হয়ে এক হাঁটু পানি ভেঙে তারপরে যেতে হচ্ছে কোথাও। বাড়ির বৃদ্ধ, মেয়ে, শিশুদের ক্ষেত্রে তাও সম্ভব হচ্ছে না।

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ